কোন বস্তুুকে নিদিষ্ট বেগে কোন বৃওকার পথে ঘোরালে বস্তুুটির একটি কেন্দ্রমুখি ত্বরন উৎপন্ন হয়। আর বস্তুুর রৈখিক বেগ বৃওকার পথের স্পর্শক বরাবর ক্রিয়া করে।  রৈখিক বেগ ও কেন্দ্রমুখি ত্বেরন পরষ্পর লম্ব। অর্থাৎ বৃওকার পথে তথা বাকা পথে চলমান বস্তুুর ত্বরন তার বেগের সাথে লম্বদিকে থাকে।
Post a Comment