দিনের বেলায় সূর্যের তাপে ভূ- পৃষ্ঠ সংলগ্ন বাতাস গরম থাকে এবং জলীয়বাষ্প দ্বারা অসম্পৃক্ত থকে। মেঘহীন রাএিতে ভূ-পৃষ্ঠ তাপ বিকিরন করে ঠাণ্ডা হতে থাকে এবং পরিশেষে এমন একটি তাপমাত্রায় উপনিত হয় যখন বাতাস জলীয়বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় এবং জলীয়বাষ্প ঘনীভূত হয়ে শিশির জমে।
কিন্তুু আকাশ মেঘাচ্ছন্ন থাকলে ভূ-পৃষ্ঠ তাপ বিকিরন করে ঠাণ্ডা হতে পারে না।ফলে ভূ-পৃষ্ঠ ঠাণ্ডা হয় না এবং শিশির জমে না।
Post a Comment