zWZ3ZJ90R4zzhbql6NUZDSuEAK5vmsQ96TEJw5QR
Developed by -WST

Contact Form

Name

Email *

Message *

Report Abuse

Total Visitors

Search This Blog

Followers

Followers

No Thumbnail Image

No Thumbnail Image
The best tech blog in Bangladesh and India... Subscribe our newslatter & get pro blogging & seo tips and tricks...

About Us

About Us
The best tech site in bangladesh and india.We discuss of any problem by comment

World Scholar Tech

Made with Love by

Made with Love by
World Scholar Tech

Label

Recently

Popular

Bookmark

গাণিতিক স্থির তড়িৎ


গাণিতিক সমস্যা ও সমাধানঃ

1. বাতাসে 100 c চার্জ হতে 10nm দূরে কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত ?

সমাধানঃ

এখানে,q = 100 c ; r = 10nm = 10×10-9 m ;
E = ?

2.. বায়ু মাধ্যমে দুটি আলফা কণিকা 10-13 mদূরে অবস্থান করলে তাদের মধ্যকার বিকর্ষণ বল নির্ণয় কর।

সমাধানঃ

এখানে,q1= q2 = 3.2 × 10-19 c ;

r = 10-13m ; ;

F = ?

3. বায়ুতে দু’টি ধনাত্মক চার্জের মধ্যবর্তী দূরত্ব 0.1mএবং তাদের মধ্যবর্তী বিকর্ষণ বল 9×10-5 N। চার্জ দু’টির একটি অপরটির চারগুণ হলে তাদের পরিমাণ নির্ণয় কর।

সমাধানঃ

ধর যাক, q1 = q;
q2 = 4q

 

দেওয়া আছে, r= 0.1 m ; 

 

∴ q = 5×10-9 N = q1    (Ans) ;

     q2 = 4q = 20 × 10-9 N   (Ans) .

 

4. 0.002 kg ভরের একটি শোলা বল 10-4 চার্জে চার্জিত।শোলা বলটিকে অভিকর্ষ ক্ষেত্রে স্থির রাখতে কি পরিমাণ ক্ষেত্রের প্রয়োজন ?

 

সমাধানঃ

এখানে, m = 0.002 kg ; q = 10-4 c ; g = 9.8 ms-2 ; E = ?
বস্তুর ওজন ও তড়িৎ বল সমান হলে বস্ত স্থির থাকবে।

 

 

∴ w = mg = 0.0196 N = F

আবার,

        F = Eq ⇨E = F /q = W/q = 196 NC-1  (Ans)

 

5. দুটি গোলকের ব্যাসার্ধ যথাক্রমে 0.01m এবং 0.02m। এদের কে যথাক্রমে 50c এবং 100c চার্জে চার্জিত করা হল। গোলক দু’টির চার্জের তল ঘণত্বের অণুপাত কত ?

 

সমাধানঃ

 

এখানে, r1 = 0.01m ;
Q1 = 50c ;
r2 = 0.02m ;
Q2 = 100 c ;
σ1 :σ2= ?
∴ 

 

 

∴σ1 : σ2 = 2 : 1   (Ans)

 

6. 10cm ব্যাসার্ধের একটি বৃত্তের পরিধিতে 10c মানের দু’টি ধনাত্মক চার্জ স্থাপন করা হয়েছে ।বৃত্তের কেন্দ্রে তড়িৎ বিভবের মান কত ?

 

সমাধানঃ

এখানে,

q = (10+10)c = 20c;
r = 10 cm = 0.1m; ;

 

V = ?

 

          

7. দু’টি ক্ষুদ্র গোলককে 16c এবং 25c চার্জ প্রদান করা হল ।যদি বস্তু দু’টির মধ্যবর্তী দূরত্ব 0.25m হয় তবে তাদের সংযোজক সরলরেখার কোন বিন্দুতে নিষ্ক্রিয় বিন্দু পাওয়া যাবে ?

 

সমাধানঃ

এখানে,
               q1 = 16 c ;
q2 = 25c ;
r = 0.25m ;
x = ?                  
ধরি,গোলক দু’টি যথাক্রমে A এবং B
A থেকে x দূরত্বে নিষ্ক্রিয় বিন্দু পাওয়া যাবে অর্থাৎ ঐ বিন্দুতে উভয় চার্জের জন্য প্রাবল্যের মান সমান হবে ।

 

 

 

∴ x = 0.11 m (Ans)

 

⇨ (extension) :সংযোজক সরলরেখার মধ্যবিন্দুতে প্রাবল্য কত ?
# দুটি চার্জের সংযোজক সরলরেখার যেকোন বিন্দুতে প্রাবল্য হবে চার্জ দুটি দ্বারা সৃষ্ট প্রাবল্যের বীজগণিতিক যোগফল ।
 

এখানে,

 

8. একটি সুষম তড়িৎক্ষেত্রে  ব্যবধানে অবস্থিত দু’টি বিন্দুর বিভব পার্থক্য 200V । তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত ?

 

সমাধানঃ

এখানে,
V = 200 V ;
d =  50 cm ;
E = ?
∴ V = Ed ⇨ E = V / d = 400 Vm-1  (Ans) .

 

9. 10V এর একটি ব্যাটারির এক প্রান্ত হতে অন্য প্রান্তে 60c চার্জ পরিবাহিত করতে কত কাজ করতে হবে ?

 

সমাধানঃ

এখানে,
VB – VA  = V = 10 V ;  q = 60 c ; W = ?

 

∴ W = Vq = 600 j (Ans)

 

10. দুটি সমান্তরাল ধাতব পাতের মধ্যে 150 V বিভব প্রয়োগ করা হল ।তাদের মধ্যবর্তী স্থানের তড়িৎ প্রাবল্য 5000Vm-1 হলে পাত দু’টির দূরত্ব কত ?

 

সমাধানঃ

           এখানে, V = 150v ; E = 5000 Vm-1 ; d = ?

 

          ∴ V = Ed ⇨ d = V/ E = 0.03 m (Ans).

 

11. 0.20 m বাহু দৈর্ঘ্যর একটি বর্গক্ষেত্রের তিন কোণায় যথাক্রমে +4 × 10-9 c, -4 × 10-9 c এবং
+4 × 10-9 c এর তিনটি চার্জ রাখা হল ।অপর কোনার বৈদ্যুতিক বিভব নির্ণয় কর ।

 

সমাধানঃ

এখানে, q1 = +4 × 10-9 c ;  r1 = 0.2 m

          q3 = +4 × 10-9 c ;  r1 = 0.2 m

          

 

        

 

12. 2m বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের কোণায় 2 × 10-9 c চার্জ স্থাপন করা হল ।বর্গক্ষেত্রের কেন্দ্রে নির্ণয় কর ।

 

সমাধানঃ

 

এখানে, q = 2 × 10-9 c ;

 

     

 

13. একটি বর্গক্ষেত্রের তিনটি কৌণিক বিন্দুতে যথাক্রমে 2×10-9 c, 4 × 10-9c এবং 8 × 10-9 c চার্জ স্থাপন করা হল ।এর চতুর্থ কৌণিক বিন্দুতে কত চার্জ স্থাপন করলে কেন্দ্রে বিভব শূণ্য হবে ?

 

সমাধানঃ

 

ধরি, চর্তুথ বিন্দুতে q চার্জ স্থাপন করা হয়েছে । এবং বর্গের কেন্দ্র থেকে কৌণিক বিন্দুসমূহের দূরত্ব 8 ।

⇨ q1+ q2+ q3+ q = 0

⇨  q = - (q1+ q2+ q3) [ shortcut ]

= -14 × 10-9  c   (Ans).

 

14. 0.50 m ব্যাসার্ধের একটি গোলকে চার্জ দেয়া আছে ।গোলকের কেন্দ্র হতে 0.40 ও 0.80m দূরে বিন্দুদ্বয়ে বিভবের মান নির্ণয় কর ।

 

সমাধানঃ

      এখানে, ∵ 0.40 <  r ; r = 0.5 m ; q = 20 c
      [∵ গোলকের অভ্যন্তরে সর্বত্র বিভব এর পৃষ্ঠের বিভবের সমান ]

 

       = 9 × 10 9 × 20 / .5 = 3.6 × 1011 V  (Ans)
আবার , 0.80 > r

 

 

15. তিনটি ধানকের ধারকত্ব যথাক্রমে 3uF , 4uF এবং 2uF ।এদের তুল্য ধারকত্ব নির্ণয় কর ।এ সমবায় 300 V বিভব পার্থক্যের উৎসের সাথে যুক্ত করলে উক্ত ধারকে সঞ্চিত চার্জ ও শক্তির পরিমাণ নির্ণয় কর ।

 

সমাধানঃ

 

এখানে,

C1 = 3uF , C2 = 4uF , C3 = 2uF

V = 300 V

∴ Cp = Cs + C3 = 12/ 7 + 2 = 3.71 uF

∴ Q = CV

= 3.71 × 10-6 × 300
= 1.114 × 10-3  C   (Ans)

 

 

16. একটি সমান্তরাল পাত ধারকের প্রতি পাতের ব্যাসার্ধ 0.1 m। পাতদ্বয়ের মধ্যকার দূরত্ব 1× 10-3 m এবং বিভব পার্থক্য 100 V ।(ⅰ) ধারকটির ধারকত্ব (ⅱ) পাতদ্বয়ের মধ্যকার বৈদ্যুতিক প্রাবল্য (ⅲ)পাতদ্বয়ের সঞ্চিত শক্তি (ⅳ)একক আয়তনে সঞ্চিত শকিত নির্ণয় কর ।

 

সমাধানঃ

এখানে, r = 0.1 m ∴ A = πr2 ; d = 1× 10-3 m ; V = 100v

 

 

 

 


 

17. 0.02 m ব্যাসার্ধ বিশিষ্ট 64টি গোলাকার ফোঁটাদের একত্রিত করে একটি বড় ফোটায় পরিণত করা হল ।যদি প্রতি ফোটায় 1c চার্জ বিদ্যমান থাকে তবে বড় ফোটার বিভব ও ধারকত্ব নির্ণয় কর ।

 

সমাধানঃ

এখানে, প্রতি ফোঁটার ব্যাসার্ধ , r = 0.02 m
সংখ্যা , n = 64
ধরি,বড় ফোটার ব্যাসার্ধ = R
চার্জ, Q = 64 × 1c = 64 c

 

 

এখন,  

 

 

  

 

∴ বড় ফোটার ধারকত্ব, C = 4πϵ0 × R
                                  = 4 × 3.1416 × 8.854 × 10-12 × 0.08
                                  = 8.9 × 10-12 F
∴ বড় ফোটার বিভব,

 

★স্থির তড়িৎ এর কিছু সৃজনশীল প্রশ্নের pdf ডাউনলোড  কর :



0
0

Post a Comment

WST
-->Design By Raushan Design and MafiaXDesign and ThemeXDesign