প্রকৃতিতে সবকিছু সাম্যাবস্থা পেতে চেষ্টা করে। একটি সিস্টেম যতই সাম্যাবস্থার দিকে এগিয়ে যায় ততই তার কাছ থেকে কাজ পাওয়ার সম্ভাবনা কমে যায়, সাম্যাবস্থায় পৌছলে সিস্টেম থেকে আর কাজই পাওয়া যায় না। তাই সিস্টেমের এ শক্তি রুপান্তরের অক্ষমতাই এনট্রপি। এক বা একাধিক সিস্টেম যত সাম্যাবস্থায় দিকে এগিয়ে যায় তাদের এনট্রপিও তত বাড়তে থাকে। সাম্যাবস্থায় এনট্রপি সবচেয়ে বেশি হয়। যেহেতু প্রকৃতিতে সবকিছু সাম্যাবস্থা পেতে চায়, তাই বলা যায় জগতে এনট্রপি বাড়ছে। জগতের সবকিছুর তাপমাত্রা যখন এক হয়ে যাবে তখন এনট্রপি সর্বোচ্চ হবে। ফলে তাপ শক্তিকে আর যান্ত্রিক শক্তিতে পরিনত করা যাবে না। এ অবস্থাকে জগতের তাপীয় মৃত্যু বলে।
Post a Comment